আরবী ও ইংরেজী শর্ট কোর্স
দাওয়াহ বিভাগের উদ্যোগে শরীয়াহ অনুষদের ছাত্রদের জন্য আরবী ও ইংরেজী শর্ট কোর্স চালু
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে শুরু হলো পক্ষকালব্যাপী ইংরেজী ও আরবী ভাষার ওপর শর্ট কোর্স। শরীয়াহ অনুষদভূক্ত কুরআনিক সাইন্স, সাইন্সেস অব হাদিস ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রদের জন্য এই আয়োজন করা হয়। পহেলা এপ্রিল শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত কোর্সটি চলবে।
কোর্সে আরবী প্রশিক্ষক হিসেবে আছেন দাওয়াহ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক এবং ইংরেজী প্রশিক্ষক হিসেবে আছেন কুরআনিক সাইন্স বিভাগের সাবেক ছাত্র ও উইকলি ইংলিশ স্কুল চট্টগ্রামের পরিচালক জনাব খুবাইবুর রহমান।