DIS Tutor

Registration of Dawah Tutor


দাওয়াহ টিউটর কী:
-------------------
দাওয়াহ টিউটর হচ্ছে, দাওয়াহ বিভাগের তত্বাবধানে দাওয়াহ বিভাগসহ শরীয়াহ অনুষদের (কুরআন+হাদিস) ছাত্রদের জন্য সান্ধ্যকালীন বিশেষ কোর্স।
এই কোর্সটি বারো মাস চলমান থাকবে। কোর্সটি দাওয়াহ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক ও সহকারী অধ্যাপক আ.ফ.ম নূরুজ্জামান স্যার সরাসরি তত্বাবধান করবেন। কোর্সটিতে নিয়মিত ক্লাস ও পরীক্ষা নিবেন মোট তিন জন; তারা হলেন, দাওয়াহ বিভাগের মাস্টার্সের ছাত্র বদরুজ্জামান, আম্মার ও সোমালী ছাত্র মুহাম্মদ রাবী ইউসুফ। এছাড়া খন্ডকালীন প্রশিক্ষক হিসেবে আরো দুজন থাকবেন।

দাওয়াহ টিউটরে কী থাকবে:
-----------------------------
- দাওয়াহ টিউটরে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিশ্বমানের স্কলার হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।
- মজবুতভাবে আরবী স্পিকিং এবং গ্রামার শেখানো হবে।
- বিষয় ভিত্তিক আরবী বক্তৃতা শেখানো হবে।
- বিষয় ভিত্তিক বই/হাদিস/কুরআনের আয়াত/ টেক্সট মুখস্ত করানো হবে।
- ইংরেজী ভাষার ওপর ক্লাস থাকবে।
- কম্পিউটার স্কিল বাড়ানো হবে।
- মিডিয়ায় দাওয়াতী কর্ম প্রশিক্ষণ দেয়া। ক্যামেরা/ভিডিও রেকর্ড/ ইসলামিক অনুষ্ঠান পরিচালনা ইত্যাদি ট্রেনিং।

দাওয়াহ টিউটরের মেম্বার হতে হলে করণীয়:
-------------------------------------------------
- দাওয়াহ টিউটরের সদস্য হতে হলে অবশ্যই শরীয়াহ অনুষদ তথা দাওয়াহ, কুরআন ও হাদিস বিভাগের ছাত্র হতে হবে।
- অনলাইনে যথাযথভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
- প্রতি সপ্তাহে শনিবার থেকে মংগলবার মাগরিব নামাজ থেকে রাত নয়টা পর্যন্ত সময় দেয়ার মানসিকতা থাকতে হবে।
- অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজ নিজ ক্লাস ক্যাপ্টেনের মাধ্যমে নাম ও আইডি নম্বর দাওয়াহ বিভাগের চেয়ারম্যান স্যারের নিকট জমা দিতে হবে।
- নির্ধারিত বই দাওয়াহ অফিস থেকে সংগ্রহ করতে হবে।
- কোনো ক্লাস মিস দেয়া যাবে না। পরপর তিনদিন কেউ অনুপস্থিত থাকলে তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
- দাওয়াহ টিউটরে অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট দেয়া হবে।
- যারা প্রশিক্ষক হিসেবে সময় দিবেন তাদের জন্য মাসিক সম্মানী থাকবে ইনশাআল্লাহ।

যারা ভালো ফলাফল অর্জন করবেন:
--------------------------------------
দাওয়া টিউটরের যেসব ছাত্র (তিন জন) পরীক্ষার মাধ্যমে সেরা নির্বাচিত হবেন তাদেরকে ফুল ফ্রি পড়ালেখার ব্যবস্থা করা হবে।