CCE FEST 2022
সিসিই ফেস্ট ২০২২ - CCE FEST 2022
ডিপার্টমেন্ট অব কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সি সি ই) , ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ডিপার্টমেন্ট ছিলো আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের একেবারের প্রথম দিকের একটি ডিপার্টমেন্ট। নানা উত্থান পতনের মধ্য দিয়ে পেরিয়ে এসে এই ডিপার্টমেন্ট আজ সু-প্রতিষ্ঠিত। ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্ররা ছড়িয়ে আছে দেশ বিদেশের নামি দামি সব জায়গায়। তবে একটি ডিপার্টমেন্ট শুধু একাডেমিক কার্যক্রম দিয়ে চলেনা, একাডেমিক জীবনকে গতিশীল করতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তার ই ধারাবাহিকতা বজায় রেখে, সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক এবং ক্লাবের উদ্যেগে সিসিই ডিপার্টমেন্টে
আয়োজিত হয়ঃ সিসিই ফেস্ট ২০২২।
এই ফেস্টে ক্লাসের পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস যেমন ২ দিন ব্যাপি আই ও টি ওয়ার্কশপ, আইডিয়া জেনারেশন কম্পিটিশন, প্রোগ্রামিং কন্টেস্ট, ভিডিও এডিটিং ওয়ার্কশপ, সিসিই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
১২ নভেম্বর(শনিবার), ২০২২ তারিখে দুপুর ২ টায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিসিই ফেস্ট-২০২২ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই দিনে কেক কেটে র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি এর বোর্ড অব ট্রাস্টের সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং সিসিই ক্লাবের এডভাইজর প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমেদ চৌধুরী, আইআইইউসি’র ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, আইআইইউসি’র রেজিস্ট্রার এ.এফ.এম. আকতারুজ্জামান কায়সার, ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, আইআইইউসি’র প্রক্টর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিন। ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডীন ড. মোঃ শামীমুল হক চৌধুরী। এবং ইরেভো টেকনোলোজিস এর ম্যানেজিং ডিরেক্টর শাহেদ হোসাইন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সিসিই ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও সিসিই ক্লাবের প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ সাইফুদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিই ডিপার্টমেন্ট এর লেকচারার আরিজ হাফিজ
বিশেষ অতিথিদের বক্তব্যের সিসিই ডিপার্টমেন্টের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং সাথে ডিপার্টমেন্টের ছাত্ররা পরিবেষনা করে হামদ নাথ, মাইম এবং ডিপার্টমেন্টের থিম সং।
তারপর মঞ্চে বক্তব্য রাখেন প্রধান অতিথি প্রফেসর ড. আবু রেজা মোঃ নিজামুদ্দিন নদভী এমপি,চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, আইআইইউসি এবং সবার শেষে মঞ্চে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অর্গানাইজিং কনভেনর প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ, এডভাইজর,সিসিই ক্লাব, চেয়ারম্যান, সিসিই ডিপার্টমেন্ট।
অনুষ্ঠানের একপর্যায়ে সিসিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মোঃ রাজু আহমেদ প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। এরপরে বিভিন্ন ইভেন্টের জয়ীদের মধ্যে পুরষ্কার ও চেক বিতরণ করেন প্রধান অতিথি ও উপস্থিত অতিথিগন। বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের নিয়ে ফটোসেশান এর মাধ্যমে এই বিশাল সিসিই ফেস্ট ২০২২ সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল eRevo Technologies Ltd.,
এছাড়াও ছিলো Mahdee Hasan Studio, Shikhun Academy, New Vision Information Technology Ltd. - NVIT, SOOM, Crystal Royals, mPair Technologies, সিসিই ও ইটিই এলামনাই এসোসিয়েশন।
এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করার জন্য সকল ছাত্রছাত্রী, শিক্ষক, সিসিই ক্লাব এবং স্পন্সর সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃ্তজ্ঞতা এবং ধন্যবাদ