কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আমন্ত্রণে ড. মোঃ মাছউদুর রহমান এর বিশ্বধর্ম ও মানবিধকার সম্মেলনে যোগদান
Doha Conference on Interfaith Dialogue এর উদ্যোগে আয়োজিত Religions and Human Rights এর উপর এ আন্তর্জাতিক সম্মেলন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইসলামিক স্টাডিজ (CENURC) এর সহকারি অধ্যাপক ড. মোঃ মাছউদুর রহমান গত ২০-২১ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ‘বিশ্বধর্ম ও মানবাধিকার’ বিষয়ে অনুষ্ঠিত সম্মেলনে অংশ গ্রহন করে প্রবন্ধ উপস্থাপন করেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আমন্ত্রণে ইউরোপ, আমেরিকা, এশিয়া, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রায় ৫০ এর অধিক দেশ থেকে আমন্ত্রিত মুসলিম, খ্রিস্টান ও ইহুদী বুদ্ধিজীবিগণ এ সম্মেলনে ধর্ম ও মানবিধকার বিষয়ে নিজ নিজ প্রবন্ধ উপস্থাপন করেন। ড. মোঃ মাছউদুর রহমান এর উপস্থাপিত প্রবন্ধের বিষয় ছিল “Rights of children in Islam and responsibility of the society towards them.” তিনি ইতি পূর্বেও দেশ-বিদেশের বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন। সম্মেলনের সুযোগে তিনি বিশ্ববরেণ্য ইসলামী
চিন্তাবিদ মুজাদ্দিদ দার্শনিক শায়খুল আরব ড. ইউসুফ আল কারদাভী ও ড. জামাল বাদাবীর সাথে মুসলিম বিশ্বের চলমান বিভিনড়ব সমস্যা নিয়ে মত বিনিময় করেন।